ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ার নদী সংলগ্ন রাস্তা ধ্বসে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:২৮, ১১ ডিসেম্বর ২০২০

কাপাসিয়ার নদী সংলগ্ন রাস্তা ধ্বসে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন

সড়ক ও জনপদের কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়নপুর বাজার ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে।
আজ ১১ ডিসেম্বর  ভোরে স্হানীয় সন্তোষ মাস্টারের বাড়ীতে লোকজন তা দেখতে পায়। ভূমি ধসের কারনে এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান  এড মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্হানীয় সাংবাদিক মিন্টু ও সাধন মাষ্টার জানান, এ পর্যন্ত ৪ বার এই স্হানে ভুমি ধসের ঘটনা ঘটেছে। ১৯৬৪ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম বার,২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বার, ২০১৮ সালের ফেব্রুয়ারি তয় বার, ২০২০ সালের আজ ভোর রাতে চতুর্থ বার ভূমি ধসের ঘটনা ঘটে।

এ ভূমি ধসের ঘটনায় আশপাশের সন্তোষ মাস্টার, রতন চন্দ্র, ননী গোপাল, সাধন মাস্টার, শুশিল, চন্দ্র, নিতাই চন্দ্রসহ পরিবার  ১০টি আতঙ্কিত হয়ে পড়েছে।
গাজীপুরের সওজের কর্মকর্তারা পর্যবেক্ষণ চলিতেছে একটি সাইন বোর্ড দিয়েই দায়সেরেছে।  

জাইকা প্রতিনিধি, সড়ক ও জনপদের প্রতিনিধি একাধিক পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে স্হানীয়রা অভিযোগ করেন।
স্হানীয় প্রভাবশালীরা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণ এ ঘটনা ঘটতে পারে বলে একটি সূত্র জানায়।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীসহ সভাপতি এড মো আমানত হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর কথা