ঢাকা,  মঙ্গলবার  ২১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভিলাকে কাঁদিয়ে প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের পথে অলিম্পিয়াকোস

প্রকাশিত: ১৩:২৭, ১০ মে ২০২৪

ভিলাকে কাঁদিয়ে প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের পথে অলিম্পিয়াকোস

প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে গ্রিক ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দল হিসেবে ইউরোপিয়ান টুর্নামেন্টে টিকে ছিল অ্যাস্টন ভিলা। ইউরোপিয়ান কনফারেন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর ছিল বার্মিংহামের দলটি। তবে তাদের স্বপ্নের সমাধি দিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে গ্রিক দলটির কাছে হেরে বিদায় নিতে হয়েছে এমিলিয়ানো মার্তিনেসদের।

ঘরের মাঠ কারাইস্কাকিস স্টেডিয়ামে কাল রাতে ইংলিশ ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস। দুটি গোলই করেছেন আইয়ুব এল কাবি। তাতে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠে যায় গ্রিক ক্লাবটি।

খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় অলিম্পিয়াকোস। স্প্যানিশ ডিফেন্ডার কুইনির বাড়িয়ে দেওয়া বলটি সোজা জালে জড়ান কাবি। এরপর ৭৮ মিনিটে আবারও গোল করেন কাবি। এবার গোলের নেপথ্যের কারিগর ছিলেন দলটির গোলকিপার কনস্টান্টিনোস জোলাকিস।

এমনিতেই আগের ম্যাচে ৪-২ গোলে জিতেছিল অলিম্পিয়াকোস। তাতে অনেকটাই এগিয়েছিল তারা। এবার দ্বিতীয় লেগে বড় জয়ে তারা প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠল।

আগামী ৩০ মে গ্রিসের অ্যাগিয়া সোফিয়া স্টেডিয়ামে ফাইনালে তারা মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার।