ঢাকা,  রোববার  ১২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কুয়েত

ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়

প্রকাশিত: ১১:৩৫, ২৮ এপ্রিল ২০২৪

ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়

ফাইল ছবি

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ ফাইনাল খেলায় জয়ী হয়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে খেলে ফাইনালে জয়ের শীরোপা অর্জন করে প্রবাসী বাংলাদেশিদের দল ব্রাক্ষ্মণবাড়িয়া একাদশ।

কুয়েত ক্রিকেট ক্লাব আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ২৫ এপ্রিল স্থানীয় সময় দিবাগত রাত এগারোটায় শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের। খেলা চলে ভোর তিনটা পর্যন্ত।

বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে দীর্ঘ ছয় মাস খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল ব্রাক্ষ্মণবাড়িয়া একাদশ এবং ভারতীয় প্রবাসীদের দল। টসে জিতে খেলার প্রথমে ভারতের রাজোয়েল ক্রিকেট ক্লাব ফিল্ডিং নিয়ে ওভার শেষে আট উইকেটে ১২১ রান নিতে সক্ষম হয়।

ব্রাক্ষ্মণবাড়িয়া একাদশ ক্লাব ১২২ রানের টার্গেট নিয়ে স্থানীয় সময় রাত একটায় মাঠে নামে। কাঙ্ক্ষিত ওভার শেষ হওয়ার পূর্বেই চার উইকেটে ১৭ ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে ১২৫ রানেই জয়ের শীরোপা অর্জন করতে সক্ষম হয়।