ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিরাট কোহলিকে জরিমানা

প্রকাশিত: ২২:১৩, ২২ এপ্রিল ২০২৪

বিরাট কোহলিকে জরিমানা

ফাইল ছবি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলিকে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় আজ সোমবার তাকে এই জরিমানা করা হয়।

গতকাল কলকাতার ছুড়ে দেওয়া ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে কোহলি ব্যক্তিগত ১৮ রানে আউট হন। হরশিত রানার করা তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি। যদিও বোঝা যাচ্ছিল বল তার কোমরের উপরে ছিল। কোহলি ধরে নিয়েছিলেন এটা নো বল। তাই খেলার চেষ্টা না করে কোনোরকমে নিজেকে বাঁচান। তার ব্যাট ছুঁয়ে উপরে উঠে যাওয়া বল হরশিত দৌড়ে গিয়ে লুফে নিয়ে কট অ্যান্ড বোল্ড করেন। বিস্মিত হয়ে রিভিউ নেন কোহলি। সেখানেও তার আউট বহাল থাকে। এতে হাতশায় ক্ষীপ্ত হন তিনি এবং মাঠের আম্পায়ারের সাথে বাগবিতণ্ডায় জড়ান।

এই কাজ করার মাধ্যমে কোহলি আইপিএলের আচরণবিধির লেভেল-১ ধরনের অপরাধ করেন। সেটার শাস্তি অনুযায়ী তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। কোহলি অবশ্য এই শাস্তি মেনে নিয়েছেন। যার ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।