ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৪:৪১, ১৮ মে ২০২২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৮ মে) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, বেলা ১১টার দিকে ওই যুবক পূবাইলের মাজুখান এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন মাজুখান এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত যুবকের পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও কালো রঙের চেক শার্ট।

গাজীপুর কথা