ঢাকা,  সোমবার  ২০ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন

টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত এড. আমানত হোসেন

প্রকাশিত: ১৩:৫২, ৯ মে ২০২৪

টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত এড. আমানত হোসেন

সংগৃহিত ছবি

প্রথম ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এডভোকেট আমানত হোসেন খান পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের প্রার্থী মো: মাহবুব উদ্দিন আহমেদ সেলিম পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট। এতে এড. আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭০৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই বিজয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এড.মো: আমানত হোসেন খান। মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. আমানত হোসেন খান ৫ হাজার ৭০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে প্রথম ধাপে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১১৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। উপজেলার ১১টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ২০১জন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিয়া পাখি প্রতীকের হাফিজুল ইসলাম চৌধুরী আইয়ুব ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীকের শামীমা নাসরিন ৬৫ হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।