ঢাকা,  শনিবার  ১৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাউবি’র এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৫৬, ৪ মে ২০২৪

বাউবি’র এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিইচ্ছু যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, তাদের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন জানান, বাউবি’র মূল ক্যাম্পাসসহ ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে ২৩টি পরীক্ষা কেন্দে বিকেল ২টা ৩০মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৮৭৮ জন আবেদনকারী অংশগ্রহন করেন।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এসময় ভর্তি কমিটির সভাপতি ড. মোঃ জাকিরুল ইসলাম সাথে ছিলেন।

এছাড়া বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু নারায়নগঞ্জ কমর আলী স্কুল এন্ড কলেজ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।