ঢাকা,  শুক্রবার  ১৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:৪০, ২ মে ২০২৪

কাপাসিয়ায় স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

স্কাউটস সম্মেলনের কাউন্সিল পর্বে প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ জন, মাদ্রাসা পর্যায়ের ৭৪ জন কাউন্সিলর এবং প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডারগন উপস্থিত ছিলেন। কাউন্সিল পর্বে ৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পদাধিকার বলে পুনরায় সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামকে কমিশনার মনোনীত করা হয়, কলেজ শিক্ষক মোহাম্মদ শাহ্ জামান মাসুমকে পুনরায় সম্পাদক মনোনীত হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, ঘাগটিয়া চালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরিন, ঈদগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা, চেংনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, কোষাধ্যক্ষ রাশিদা ইয়াসমিন, সহকারী কমিশনার আফরোজা সুলতানা, মোঃ জাকির হোসেন,  তাসলিমা রানী, আওলাদ হোসেন চৌধুরী, সৌধা আক্তার, আতিকুল ইসলাম, সাইফুল ইসলাম ফরাজি, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, উপজেলা স্কাউটস লিডার মোঃ ওসমান গনি শেখ, উপজেলা কাব লিডার মাহমুদুল হাসান, সদস্য শহীদুল্লাহ্ কাজল, রতন দাস, গ্রুপ কমিটির সভাপতি মোঃ হাদিউল ইসলাম, মমতাজ উদ্দিন, মাওলানা আকবর আলী।

এছাড়া  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কাপাসিয়া কার্যালয়ের  আয়োজনে ইমপ্যাক্ট ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গবাদি পশু পালন ও পোলট্রি খামারিদের সম্প্রাসারণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।