ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় পাঠদান বন্ধ রেখে স্কুল মাঠে বৈশাখী মেলা

প্রকাশিত: ০৯:৩২, ১৬ এপ্রিল ২০২২

কাপাসিয়ায় পাঠদান বন্ধ রেখে স্কুল মাঠে বৈশাখী মেলা

কাপাসিয়ায় পাঠদান বন্ধ রেখে স্কুল মাঠে অননুমোদিত বৈশাখী মেলা। শনিবারে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে স্কুল খোলা অবস্থায় চলছে বৈশাখী মেলা।
সরেজমিনে দেখা যায়, কেউ দোকান ঘর তৈরি করছে, কারো বা দোকান তৈরি হয়ে গেছে। কেউ পণ্য ক্রয়-বিক্রয় শুরু করে দিয়েছে। অথচ পাশেই চলমান রয়েছে প্রাথমিক বিদ্যালয় পাঠদান।
নাশেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সরকার জানান, আমরা স্কুলে এসে দেখি স্কুলের মাঠে মেলার প্রস্তুতি চলছে। আমাদের কেউ অবহিত করেনি স্কুল মাঠে মেলা হওয়ার কথা। আমরা স্কুল খুলে অপেক্ষা করছি শিক্ষার্থীদের জন্য।
প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫ থেকে ৭ জন শিক্ষার্থী স্কুলে আসছে। বিদ্যালয়ের মাঠে মেলা হচ্ছে জানার পরও কোনো শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, প্রতিবছরই স্কুল মাঠে মেলা হয়। কিন্তু এ বছর কবে মেলা হবে সে বিষয়ে আমাকে কোনো কিছুই জানায়নি।
এ ব্যাপার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনছার উদ্দিন বলেন, স্কুল মাঠে মেলা হচ্ছে আমি জানিনা। স্কুলে পাঠদান চলমান অবস্থায় মেলা হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি এইমাত্র জানলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর কথা