ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে শিক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

প্রকাশিত: ০৯:২২, ১২ জানুয়ারি ২০২২

টঙ্গীতে শিক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

গাজীপুরের টঙ্গীতে স্বাস্থ্যবিধি মেনে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে এ টিকা কার্যক্রম শুরু হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমজাদ আলী সরকার স্কুলের প্রধান শিক্ষক রাজ্জাক মিয়া, আরিচপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়াসহ অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। 
উদ্বোধনের প্রথম দিন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ১৫ শত শিক্ষার্থীরা টিকা পাবে। ৪ দিনের ক্যাম্পিংয়ে পর্যায়েক্রমে ৯টি বিদ্যালয়ের প্রায় ৯হাজার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, টঙ্গীর বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন এই বিদ্যালয়ের প্রায় ১৫শত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

গাজীপুর কথা