ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১৬:৩৬, ১৯ অক্টোবর ২০২১

কালিয়াকৈরে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও মৌচাক এলাকায় ভ্রাম্যমাণ আদালত দুই ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা সফিপুর ও মৌচাক এলাকায় মঙ্গলবার দুপুরে তানহা হাসপাতাল ও মৌচাক পপুলার হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে তানহা হাসপাতালকে ৩০হাজার টাকা ও মৌচাক পপুলার হাসপাতালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মামুনুল হক।
মূল্য তালিকা না থাকায় ও নার্সদের মাক্স ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

গাজীপুর কথা