ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের পূবাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১২:২৩, ১৩ জুলাই ২০২১

গাজীপুরের পূবাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাজারের একটি বড় কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । 

শ্যামলালের কাপড়ের দোকানে এই আগুন লাগে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাজারটিতে অগ্নিনির্বাপণের  জন্য কোনো পানির উৎস নাই। নাই ফায়ার সার্ভিসের লাইসেন্স। বাজারটিতে অপরিকল্পিতভাবে প্রায় কম পক্ষে আড়াইশ' দোকান গড়ে উঠেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা জানান, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে আগুন লেগেছে। কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

পূবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দাবি করেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম।

গাজীপুর কথা