ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকায় হাথুরুসিংহ-মুশতাকরা, ক্যাম্প শুরু ২৮ এপ্রিল

প্রকাশিত: ২২:৫৫, ২২ এপ্রিল ২০২৪

ঢাকায় হাথুরুসিংহ-মুশতাকরা, ক্যাম্প শুরু ২৮ এপ্রিল

ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে যান জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় সহকারী নিক পোথাস অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেন। সামনেই জিম্বাবুয়ে সিরিজ। আগেই জানা ছিল সিরিজ শুরুর আগে হাথুরুসিংহে বাংলাদেশে ফিরবেন।

যেই কথা সেই কাজ। রোববার গভীর রাতে হাথুরুসিংহে বাংলাদেশে ফিরেছেন। শুধু হাথুরুসিংহে নয়, কোচিং স্টাফের বাকিরাও আজকের ভেতরে চলে এসেছেন। জাতীয় দলের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ। আজ রাতে মুশতাক ঢাকায় এসেছেন। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে বিসিবি।

এছাড়া ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও চলে এসেছেন। নবনিযুক্ত ট্রেনার ন্যাথান কিলি এরই মধ্যে দেশে ফিরে কাজ শুরু করে দিয়েছেন। কিছুদিন আগে ৩৫ ক্রিকেটারের ৪০ মিটার স্প্রিন্ট এবং ১৬০০ মিটার রানিং ট্রেনিং করিয়েছেন। সেই ট্রেনিংয়ের ফলের ভিত্তিতে ক্রিকেটারদের আলাদা আলাদা কাজও দিয়েছেন।

দুই বছরের জন্য নিযুক্ত হওয়া পাফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ যোগ দেবেন আগামী সপ্তাহে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এই সফরে অতিথিদের একটি টেস্ট খেলার কথা ছিল। একমাত্র টেস্ট ম্যাচটি আগামী সফর শিফট করা হয়েছে। পাঁচ টি-টোয়েন্টির প্রথম তিনটি হবে চট্টগ্রামে। পরের দুটি ঢাকায়। 

জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ২৮ এপ্রিল থেকে। সেদিন চট্টগ্রামেই হবে প্রথম অনুশীলন। এর আগে ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি মিলেছে। ৩ মে প্রথম টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে টানা তিনদিন অনুশীলন করবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছবে ২৮ এপ্রিল। সেদিনই তারা চট্টগ্রামে চলে যাবে। ২০২১ সালের পর বাংলাদেশের মাটিতে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগের সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। তবে ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।