ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঈদে বন্ধুকে দাওয়াত দিয়ে পিটিয়ে হত্যা: যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২১:৩০, ২২ এপ্রিল ২০২৪

ঈদে বন্ধুকে দাওয়াত দিয়ে পিটিয়ে হত্যা: যুবক গ্রেপ্তার

সংগৃহিত ছবি

গাজীপুরের শ্রীপুরে গত ঈদে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আব্দুল লতিফ (২৮) নামের এক পোষাক শ্রমিককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মোফাজ্জল হোসেনকে (৩৫) রোববার (২১ এপ্রিল) ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব—১—এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকার সরাফত আলীর ছেলে। আব্দুল লতিফ একই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় কে এস এস পোশাক কারখানা থেকে সম্প্রতি চাকরিচুত্য হন। তারা একে—অপরের বন্ধু। দুজনে শ্রীপুরের বহেরারচালা এলাকার নাজমুল আলমের স্ত্রী ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ শিরীন আক্তারের বাড়িতে মাদক সেবন এবং ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে তাদের বিরোধ দেখা দেয়। বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

লতিফের ছোট বোন খাদিজা আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে মাদক ব্যবসায়ী শিরীনের বাড়িতে লতিফকে ডাকেন তার বন্ধু মোফাজ্জল। খাওয়া—দাওয়া শেষে বাড়ির বাইরে বের হলে মোফাজ্জল বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন তাকে। একপর্যায়ে মাথায় আঘাত লাগলে মাটিতে পড়ে যান তিনি। খবর পেয়ে চাচাতো ভাই ফারুক, মামাতো ভাই নূর ইসলাম এবং কবির হোসেন তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে লতিফকে বহেরারচালা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিরীনের বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন মোফাজ্জল। পরদিন মোফাজ্জল এবং শিরীনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন লতিফের বাবা আব্দুল খালেক।’

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে র‌্যাব—১ উল্লেখ করে সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘র‌্যাব তদন্ত করে জানতে পারে প্রধান আসামি মোফাজ্জল টেংরিয়া গ্রামে অত্মগোপনে রয়েছেন। পরে র‌্যাব—১ ও ১৩ যৌথভাবে অভিযান চালিয়ে সেখান থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লতিফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোফাজ্জল।’

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘সকালে মোফাজ্জলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিল র‌্যাব। দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’