ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফেসবুকে ‘ছেলেধরার গুজব’ ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:২১, ২৭ জুলাই ২০১৯

ফেসবুকে ‘ছেলেধরার গুজব’ ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফেসবুকে ‘ছেলেধরার গুজব’ ছড়ানোর অভিযোগে আব্দুল আলীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার ভোরে আব্দুল আলীমকে গ্রেফতারের পর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য ওই সাংবাদিক তার নিজের ফেসবুক একাউন্টে ‘ছেলেধরা’ বিষয়ে একটি লেখা পোস্ট করেন। এতে এলাকার মানুষদের মধ্যে ভীতি সৃষ্টি হয়।

আটক আব্দুল আলীম (৩৫) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে দৈনিক আমার সংবাদ ও সিএনএন বাংলা টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বলে দাবি করেছেন বলে জানান ওসি।

গাজীপুর কথা