ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

প্রকাশিত: ২৩:৪৩, ৩১ জানুয়ারি ২০২৩

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

উচ্চাঙ্গ সংগীতকে নিয়ে দীর্ঘবছর ধরে চ্যানেল আই আয়োজন করে আসছে ‘বাংলা খেয়াল উৎসব’।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব শেষ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়। এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব ।

উৎসবের এবারের পৃষ্ঠপোষকতা করেছে ঐক্যডটকমডটবিডি। এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ২৯ জানুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসবের নানান তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সেলিনা আজাদ এবং ঐক্যডটকমডটবিডির চেয়ারম্যান সায়েরা রেজা। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।