ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শোক দিবসে স্কুলের আঙিনায় গাছের চারা রোপনের নির্দেশ

প্রকাশিত: ১৭:০৪, ৮ আগস্ট ২০২২

শোক দিবসে স্কুলের আঙিনায় গাছের চারা রোপনের নির্দেশ

শোক দিবসে স্কুলের আঙিনায় গাছের চারা রোপনের নির্দেশ

আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবস পালনে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে একটি আঙিনায় গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল রোববার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়।

এতে অধিদপ্তর বলছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যালয় পর্যায়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বিদ্যালয়ের এসএমসি, পিটিএসহ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার জন্য এবং জাতীয় শোক দিবসে বিদ্যালয় আঙিনায় কমপক্ষে একটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।