ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইউ বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ

প্রকাশিত: ১৪:৪৯, ২৯ আগস্ট ২০২২

ইউ বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ

ইউ বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এ রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। 

ইউরোস্ট্যাট জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপের বাজারে ৯৫৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি। ফলে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে প্রথম অবস্থানে থাকা চীনকে প্রায় ধরে ফেলেছে বাংলাদেশ।

একই সময়ে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বছরে ২০ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। তাতে আমদানির পরিমাণ ১০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

এছাড়া তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এই পাঁচ মাসে ইউরোপে পোশাক রপ্তানি করেছে ১৫৯ কোটি ৩৯ লাখ ডলারের। সে হিসাবে এই পাঁচ মাসে ইউরোপে ভিয়েতনামের চেয়ে ছয় গুণ বেশি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা।

এর আগে চলতি মাসের শুরুতে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল জানায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রফতানি ৬০ দশমিক ৩০ শতাংশ।

আরো পড়ুন