ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের ৮ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:৩৬, ১২ জানুয়ারি ২০২২

শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের ৮ বছর কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদের ভেতর শিশু ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে ৮ বছরের সশ্রম কারাদাণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিপাড়া গ্রামের এক দম্পতি ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় তাদের ৫ বছর বয়সী কন্যাশিশু নানীর কাছে থাকতো। ওই শিশুকে ইসলামিক ফাইন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু শিক্ষালয়ে ভর্তি করা হয়। ২০১৯ সালের ২ অক্টোবর সকালে শিক্ষালয়ের হুজুর মনিরুল ইসলাম সব ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ওই শিশুকে মসজিদের ভেতর ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শিশুটির নানী বাদী হয়ে ভাঙ্গারগ্রাম এলাকার শুক্কুর আলীর ছেলে মনিরুল ইসলামকে (৪২) আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম আসামি মনিরুল ইসলামের উপস্থিতিতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদয়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাড. মোহাম্মদ আকরাম হোসেন ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. রেজাউল আমিন শামীম।

গাজীপুর কথা

আরো পড়ুন