ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এক বাঘাইড় বিক্রি হলো ৪১ হাজারে

প্রকাশিত: ১৮:১৫, ৯ জুন ২০২৩

এক বাঘাইড় বিক্রি হলো ৪১ হাজারে

ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা এবং যমুনা নদীর মোহনায় ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা এবং যমুনা নদীর মোহনায় জেলে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে। নিলামে তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ায় ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ।

জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জব্বার হালদার সকালে জেলে সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। এ সময় জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড়। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন জব্বার হালদার। নিলামে মাছটি ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ কিনে নেন এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায়।

ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ বলেন, নিলামে মাছটি কিনে আমার আড়তে নিয়ে আসি। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি।