ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৯:৫৬, ১৫ এপ্রিল ২০২৩

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খায়রুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলপি মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারে কয়েকজন শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে সেপটিক ট্যাংকে খাইরুল ইসলাম ও এরশাদ হোসেন পড়ে যায়। দীর্ঘ সময় চেষ্টার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথে খাইরুল ইসলাম মারা যান। এরশাদ হোসেনকে রংপুর মেডিকেলে রেফার করেছেন চিকিৎসক।

চিকিৎসকরা জানান, সেপটিক ট্যাংকিতে অক্সিজেনের অভাবে হাসপাতালে নিয়ে আসার আগেই খায়রুল ইসলাম মারা গেছেন। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।