ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুগন্ধা নদীতে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ২০:৩৭, ১০ এপ্রিল ২০২৩

সুগন্ধা নদীতে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, গ্রেপ্তার ১

সংগৃহীত ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীর নলছিটি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মনির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে বরিশাল নৌ পুলিশ। এসময় নদী থেকে একটি ড্রেজারও জব্দ করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

গ্রেপ্তার হওয়া মনির উপজেলার দপদপিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল  বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ড্রেজার জব্দ ও একজনকে গ্রেপ্তার হন। পরে মনির হোসেন ছাড়াও সাইফ নামের একজন এবং নাম না জানা আরো দুইজনকে আসামি করে নলছিটি থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন বরিশাল সদর নৌ পুলিশের উপপরিদর্শক মোস্তফা কামাল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, নৌ পুলিশের দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আসামি মনিরকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।