ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই করতেন তারা

প্রকাশিত: ১২:৩৯, ২৩ মার্চ ২০২৩

‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই করতেন তারা

গ্রেফতারকৃতরা ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করার কথা বলে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন, অটোচালক আব্দুল মুসলিম ও মো. আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়া।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন রায়না বেগম নামে এক নারী। পরে বাড়িতে ফেরার পথে তারাপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে অজ্ঞাত ৫-৬ ব্যক্তি অটোরিকশা থেকে নেমে তাকে ডাক দেন। এরপর মোকামের খাদিম পরিচয় দিয়ে ৫১ হাজার টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় মঙ্গলবার (২১ মার্চ) ভুক্তভোগী রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তির নামে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো. সওকত মাসুদ ভূঁইয়া। তিনি জানান, বুধবার ভোরে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।