ঢাকা,  শুক্রবার  ১৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : ইসি সচিব

প্রকাশিত: ২৩:৫৫, ২ মে ২০২৪

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : ইসি সচিব

সংগৃহিত ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, উপজেলা নির্বাচন কারো প্রভাব বিস্তারে নয় বরং ভোট হবে স্বচ্ছ। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চাই আমরা। রাজনৈতিক দলের এমপি-মন্ত্রী যেই হোক না কেন অবৈধ প্রেসার দিলে তা আমলে নেওয়া হবে না। সমস্ত প্রার্থী আমাদের কাছে সমান। মন্ত্রী-এমপিদের কোনো প্রার্থী থাকলে তা আইনে নিষেধাজ্ঞা নেই।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে নীলফামারীর ডিমলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনের মতবিনিময় সভায় প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে ইসি সচিব আরও বলেন, কয়েক ধাপে ভোট হচ্ছে, তাই ফোর্স বেশি দেওয়া সম্ভব হবে। জাতীয় নির্বাচনের চেয়ে প্রতিটি ক্ষেত্রে বেশি ফোর্স মোতায়েন করা হবে। এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়াই থাকে, প্রয়োজন হলে তিনি অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে পারবেন। 

ইসি সচিব বলেন, প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে এটা প্রমাণের প্রয়োজন নেই। যেকোনো প্রার্থী যদি বলে উনি অমুকের আত্মীয় বা ওই পক্ষের হয়ে কাজ করেছেন, তাহলে প্রমাণ ছাড়াই নিয়োগ বাতিল করা হবে। শুধু শুধু তো কারও প্রতি অভিযোগ আসবে না। এক্ষেত্রে আমাদের প্যানেল থেকে অন্য একজনকে নিয়োগ দেব। প্যানেলে যোগ্য লোক না পেলে প্রয়োজনে পাশের জেলা বা উপজেলা থেকে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে। এটা ট্রেনিং শুরু হওয়ার আগেই করতে হবে। আমাদের প্রিসাইডিং অফিসারের অভাব নেই। তবে কোনো প্রার্থী তালিকা দিলে সেটাও নেওয়া যাবে না। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা রির্টানীং কর্মকর্তা ও জেলার নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা, সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায়, ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার প্রমুখ।