ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভূমি-গৃহহীন মুক্ত নরসিংদী

প্রকাশিত: ১৭:০৩, ২২ মার্চ ২০২৩

ভূমি-গৃহহীন মুক্ত নরসিংদী

পরিবারের মাঝে জমির জমির দলিল হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান

নরসিংদী জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরসিংদীসহ দেশের সাতটি জেলাকে বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

এ উপলক্ষে জেলার ছয় উপজেলা সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় পৃথকভাবে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ৪র্থ ধাপে জেলার ৩৪টি স্পটে নির্মাণ করা আরও ৪৫৯ জন গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।

এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪০টি, পলাশে ৯৫টি, শিবপুরে ৭৫টি, বেলাবতে ১৩৯টি, মনোহরদীতে ৩৫টি ও রায়পুরায় ৭৫টি সেমিপাকা ঘর। এর আগে তিন ধাপে নির্মাণ ও হস্তান্তর করা ৭০২ ঘরসহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসেছেন জেলার মোট ১ হাজার ১৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হলো নরসিংদীর ছয় উপজেলা।

আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে দুই শতক জমির দলিলসহ সেমিপাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী সরকার সাথী, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার প্রমুখ।