ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১২০ টাকায় পুলিশে চাকরি

প্রকাশিত: ১১:১২, ১৬ মার্চ ২০২৩

১২০ টাকায় পুলিশে চাকরি

মৌলভীবাজার পুলিশ লাইনে চাকরি পরীক্ষায় উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

মৌলভীবাজারে পুলিশের সাধারণ কনস্টেবল পদে ১২০ টাকায় নিয়োগ প্রক্রিয়া এরইমধ্যে শেষ হয়েছে। যেখানে ১০ তরুণী ও ৬৩ জন তরুণ মিলে মোট ৭৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া।

জেলা পুলিশ জানিয়েছে, এবার জেলায় ২ হাজার ৫৫৫ জন নারী ও পুরুষ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করা হয়। এতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে এক হাজার ১২৯ জনকে প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়। পরে আবারো শারীরিক সক্ষমতা পরীক্ষায় ৯০৪ জনকে বাছাই করা হয়। তবে কয়েক ধাপে পরীক্ষার পর ১৩২ জনের মধ্যে ৭৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে ১২০ টাকায় কোনো রকমের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ছাড়াই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়ে খুশি নির্বাচিতরা।

আর স্বচ্ছতার সঙ্গে পুলিশে নিয়োগ সম্পন্ন হওয়ার কথা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পরে ফুল দিয়ে সবাইকে বরণ করে নেন তিনি।