ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রূপগঞ্জে স্পিনিং কারখানায় আগুন, ২০ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১১:৪৮, ২ মে ২০২২

রূপগঞ্জে স্পিনিং কারখানায় আগুন, ২০ কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট কাতরারচক এলাকায় মিতা স্পিনিং কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ২০ কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে কাতরারচর এলাকার মিতা স্পিনিং কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও ঢাকা ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা সুতা, বিভিন্ন মালামাল পুড়ে কমপক্ষে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা চেয়ারম্যান নজরুল ইসলাম।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের উপ সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, সকালে আগুনের খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লেগেছে তা এখনি বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাজীপুর কথা