ঢাকা,  মঙ্গলবার  ২১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

প্রকাশিত: ১৩:০৯, ১০ মে ২০২৪

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা। গত বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে প্রজাপতি মার্কা প্রতিকে বর্ষা পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস মার্কা প্রতিকের প্রার্থী আরতী দত্ত পেয়েছেন ২৩ হাজার ৫৫২ ভোট।

এদিকে নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ফুলের মালা মিষ্টি নিয়ে সব শ্রেণীর মানুষ ছুটে আসছে তার সঙ্গে কুশল বিনিময় করতে।

বর্ষার জানান, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় মধ্যবিত্ত পরিবারে জন্ম বর্ষার। বাবা আলিজান মীর ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে ছোট তিনি। পড়েছেন দশম শ্রেণি পর্যন্ত। সবার চেয়ে ভিন্ন হওয়ায় পেরিয়েছেন নানা প্রতিকূলতা। তারপরেও অসহায় মানুষের সাথেই থেকেছেন, সবসময় সমাজ সেবায় জড়িয়ে রেখেছেন নিজেকে। আর এই সমাজ সেবাকেই ব্রত হিসেবে নিয়ে এবার উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নিয়েছিন তিনি।

তিনি আরও জানান, জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি ঝিনাইদহ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।