ঢাকা,  মঙ্গলবার  ২১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রিকশা থেকে নামিয়ে তরুণকে ছুরিকাঘাত কিশোর গ্যাংয়ের

প্রকাশিত: ১৩:০৮, ১০ মে ২০২৪

রিকশা থেকে নামিয়ে তরুণকে ছুরিকাঘাত কিশোর গ্যাংয়ের

প্রতীকী ছবি

চট্টগ্রামে এবার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ৯ টার দিকে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড পকেট গেইট রেলবিট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. রিফাত (১৯) নামে আরও এক তরুণ আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত তরুণ রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড পাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,  বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টা ৪৭ মিনিটের দিকে পকেট গেইট এলাকা থেকে রিকশায় চড়ে মূল সড়কের দিকে যাচ্ছিল মেহেদী ও রিফাত। এ সময় রেলবিট চার রাস্তার মোড়ের আগে দুই তরুণকে রিকশা থেকে নামিয়ে মারধরের একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্থানীয় ছাত্রলীগ নেতা নাঈমুল ইসলাম শুভ'র অনুসারী কিশোর গ্যাং সদস্যরা।

সুত্রটি জানায়, বিবদমান দুই পক্ষের মধ্যে একপক্ষের নিয়ন্ত্রণ করেন ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত। আরেক পক্ষ নিয়ন্ত্রণ করেন বন্দরটিলার নয়ারহাট এলাকার ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী নাঈমুল ইসলাম শুভ। নিহত মেহেদী হাসান ও আহত রিফাত ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাতের অনুসারী।  হামলাকারীরা শুভ’র গ্রুপের সদস্য।