ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মা সেতুর উদ্বোধনের ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

প্রকাশিত: ১২:৪০, ৭ অক্টোবর ২০২৩

পদ্মা সেতুর উদ্বোধনের ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।
রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ১০ অক্টোবর পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে আসার সময় শুক্রবার সকালে পাংশার কালিকাপুরে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।