ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নির্বাচনকে সুদখোর ইউনূসরা বানচাল করতে চান: মেয়র আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ২২:৫১, ৩০ আগস্ট ২০২৩

নির্বাচনকে সুদখোর ইউনূসরা বানচাল করতে চান: মেয়র আনোয়ারুজ্জামান

.

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এ নির্বাচনে যেই বিজয়ী হবে সেই আাগামী দিনে ক্ষমতায় আসবে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনকে সুদখোর ইউনূসরা বানচাল করতে চান। যদি তারা আর কোনো ষড়যন্ত্র করেন এ পুণ্যভূমি সিলেট থেকেই আন্দোলন শুরু করা হবে।’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী। তারা আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসবেন। পঁচাত্তরের পরাজিত শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জুনেল আহমদ, জাহিদ সারোয়ার সবুজ প্রমুখ।