ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মায় ধরা পড়ল ২০ কেজির কাতল মাছ

প্রকাশিত: ১৪:২৯, ১৪ আগস্ট ২০২৩

পদ্মায় ধরা পড়ল ২০ কেজির কাতল মাছ

সংগৃহিত ছবি

রাজবাড়ীর  গোয়ালন্দে পদ্মা নদীতে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। রবিবার রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৭নং ফেরিঘাটের অদূরে স্থানীয় গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। আজ সোমবার সকালে মাছটি ২৭ হাজার ৬৭৫ টাকায় বিক্রি হয়েছে।

জেলা গোবিন্দ হালদার বলেন, রবিবার রাতে পদ্মা নদী থেকে মাছটি জালে ধরা পড়ে। ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছি।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, স্থানীয় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে আমি ২৭ হাজার ৬৭৫ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে মাছটি সামান্য লাভে বিক্রি করেছি। বাসে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় এখন পানি বাড়ছে। নদীতে এখন বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে। পানি হ্রাস পাওয়ার আগ পর্যন্ত মাছ পদ্মায় জেলের জালে মাছ থাকবে।