ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্বর্ণের দাম আরও কমেছে

প্রকাশিত: ১৭:৩৫, ২১ আগস্ট ২০২০

স্বর্ণের দাম আরও কমেছে

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে এবার এক হাজার ৪৫৮ টাকা কমেছে। এর আগে সর্বশেষ ১৩ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়। এর ফলে এখন থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ২৩৩ টাকা। 

আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার দুপুরের পর থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। 

এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হত ৭৩ হাজার ৬৯১ টাকায়। দাম কমায় ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৮৫ টাকায়। আগে বিক্রি হত ৭০ হাজার ৫৪৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ আগে বিক্রি হত ৬১ হাজার ৭৯৮ টাকায়। বর্তমানে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪০ টাকা। 
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ২১ টাকা, আগে বিক্রি হত ৫১ হাজার ৪৭৯ টাকা। তবে রূপার দামে  কোন পরিবর্তন হয়নি। 

বাজুসের সাধারস সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান,  বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণবাজারে নজিরবিহীন উত্থান-পতনের পরেও দেশের মন্দাভাব ও  ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

গাজীপুর কথা

আরো পড়ুন