ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শহরের মতো গ্রামের সড়ক চান প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১:১২, ২১ অক্টোবর ২০২০

শহরের মতো গ্রামের সড়ক চান প্রধানমন্ত্রী

গুণগত মান ধরে রেখে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গ্রামীণ সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় (একনেক) এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেকের চেয়ারপারসন।

সভা শেষে পরিকল্পনা কমিশনের সচিব আসাদুল ইসলাম এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভারী যানবাহন চলাচলের উপযোগী করে শহরের মতো গ্রামীণ সড়কের অবকাঠামো সংস্কার করতে হবে।’

এর পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কমে আসায় গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের চাহিদা বেড়েছে। এ জন্য সড়কগুলোর সংস্কার প্রয়োজন।’

করোনায় আক্রান্ত থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান।

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

 

সভায় মোট চারটি প্রকল্প পাস হয়েছে। প্রকল্পে কাজের মান উন্নয়নে তদারকি ব্যবস্থা জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘অধিক ফসল উৎপাদনের জন্য নিরবচ্ছিন্ন সেচের ব্যবস্থা করতে হবে। সেচে ভূর্গভস্থ পানির পরিবর্তে উপরের পানির ব্যবহার বাড়াতে হবে।’

এজন্য পরিবেশ রক্ষায় বৃষ্টির পানি ধরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশও দেন।

বৈঠকে অভ্যন্তরীণ বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে বিমান যাতায়াত বেড়েছে। ১০০ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হওয়ায় অভ্যন্তরীণ বিমান পরিবহনে চাহিদা আরও বাড়বে।

এ জন্য মানসম্মত রানওয়ে নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পানি যাতে দূষিত না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

গাজীপুর কথা