ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভালুকায় আরো ১৫ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১০:১০, ২৯ মে ২০২০

ভালুকায় আরো ১৫ জন করোনা আক্রান্ত

ময়মনসিংহের ভালুকায় একজন নারী ডাক্তার, ৬ পুলিশ সদস্য, একজন শিক্ষিকা ও পোষাক শ্রমিকসহ নতুন করে আরো ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে হাসপাতালের দুই ডাক্তারসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন।

২৮ মে বৃহস্পতিবার রাতে এসব আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার আক্রান্ত ১৫ জন হলেন, ময়মনসিংহ শিল্পপুলিশ জোন-৫ এর ৫ জন পুলিশ কনস্টেবল, একজন হাইওয়ে পুলিশ, একজন পৌরসভার মেজরভিটার বাশিন্দা এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষিকা, একজন নারী ডাক্তার, তিনি গাজীপুর থাকেন এবং তার স্বামী ভালুকা সরকারী হাসপাতালের ডাক্তার, তিনজন উপজেলার মাস্টারবাড়ি ক্রাউন ওয়ারস লিমিটেডের শ্রমিক, তারা হলেন, হবিরবাড়ি গতিয়ারবাজারের একজন ও একজন উপজেলার রাজৈ ইউনিয়নের নারী মিল শ্রমিক ও অপরজনের বাড়ি বরিশালে। একজন ময়য়নসিংহের তারাকান্দা থানার বাসিন্দ এবং সুলতানা সুয়েটারের মিল শ্রমিক, আরো দু’জনের মাঝে একজন উপজেলা পরিষদের মালি ও অপরজনের বাড়ি উপজেলার জামিরদিয়া গ্রামে।

এ নিয়ে উপজেলায় দুই ডাক্তারসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং করোনায় আক্রান্ত প্রথমজন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়ার পর তাকে পারিবারিক গোরস্থান দাফন করা হয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন