ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রতিদিন করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী টাঙ্গাইলে

প্রকাশিত: ১৩:১৬, ১৬ জুন ২০২১

প্রতিদিন করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী টাঙ্গাইলে

টাঙ্গাইলে করোনা ভাইরাস(কোভিড-১৯) শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৫৪টি নমুনা পরীক্ষায় জেলায় ৯৫জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার শতকরা ৩৭.৪০শতাংশ। বুধবার(১৬ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৫ জুন) ২৭১টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়- যার শতকরা হার ৩১.৩৬ শতাংশ। সোমবার(১৪ জুন) ২৩১টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়, শতকরা হার ৩৩.৩৩ শতাংশ। রোববার(১৩ জুন) ৭১টি নমুনা পরীক্ষায় ২৩জনের করোনা শনাক্ত হয়- যা শতকরা হারে ৩২.৩৯ শতাংশ। এদিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিন জন করোনাপ রোগীর মৃত্যু হয়। শনিবার(১২ জুন) ২১৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ৩২.৮৬ শতাংশ। এদিন জেনারেল হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার(১১ জুন) ১৮৫টি নমুনা পরীক্ষায় ৪৬জনের করোনা পজেটিভ হয়। যার শতকরা হার ২৪.৮৬শতাংশ। এদিনও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার(১০ জুন) ৪৬টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ৩৯.১৩শতাংশ। এদিন জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী মৃত্যুবরণ করে। বুধবার(৯ জুন) ১৫৮টি নমুনা পরীক্ষায় ৫০জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ৩১.৬৪ শতাংশ, এদিন একজন করোনা রোগী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। গত ৮ দিনে শনাক্তের গড় হার শতকরা ৩২.৪৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৫ জন।

সূত্রমতে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭১২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে চার হাজার ৩৩৫ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মোট ৩৬৭ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৬২ জন। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর(রেফার্ড) করা হয়েছে ৬১ জন। টাঙ্গাইল জেনালে হাসপাতালের আইসিউ বেডে বর্তমানে চার জন ও জেনারেল বেডে ১৮জন এবং কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন সহ জেলায় মোট ২৭জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনা সংক্রমণের এ হার অব্যাহত থাকলে আগামি শনিবার(১৯ জুন) থেকে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর উপজেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হবে। সংক্রমণের হার স্থিতিশীল বা কম হলে বেশি সংক্রমিত নির্দিষ্ট এলাকায়(ক্লাস্টার) লকডাউন দেওয়া হবে। তিনি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গাজীপুর কথা

আরো পড়ুন