ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পশুর জন্য বানভাসি মানুষের মমতা

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ জুলাই ২০১৯

পশুর জন্য বানভাসি মানুষের মমতা

দেশের অধিকাংশ জেলায় এখন বিরাজ করছে বন্যা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এ পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাঁধ ভেঙ্গে নতুন নতুন গ্রাম বানের পানিতে তলিয়ে যাচ্ছে। প্রায় প্রতিটি নদীর পানিই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডুবে যাচ্ছে ঘর-বাড়ি ও আবাদি জমি। ভেসে যাচ্ছে পুকুরের মাছ আর গবাদি পশু। না খেয়ে আর আশ্রয়ের অভাবে যেখানে দিন কাটছে বানভাসি মানুষদের, সেখানে কিছু ভিন্ন রূপও দেখা যায়। বন্যার পানি থেকে বাঁচাতে পরম মমতায় প্রিয় পশুটিকে পিঠে তুলে নেয়ার এমন দৃশ্যই বুঝি মানবিকতা।

গাজীপুর কথা

আরো পড়ুন