ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নাফ নদ পাড়ি দিয়ে হাতি এলো বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৩৭, ৪ আগস্ট ২০২০

নাফ নদ পাড়ি দিয়ে হাতি এলো বাংলাদেশে

নাফ নদ পাড়ি দিয়ে একটি মা হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। নাফ নদের সীমান্তে আরো তিনটি হাতিকে অবস্থান নিতে দেখা গেছে।
বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়ায় নৌবন্দর এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়। পরে সেটিকে টেকনাফের বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেয়া হয়। আরো তিনটি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করছে।

টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আরো তিনটি হাতি নাফ নদের সীমান্তে অবস্থান করছে বলে বন বিভাগ জানিয়েছে। সেখানে বন বিভাগের কর্মকর্তারা সজাগ আছে, যাতে হাতিগুলো নিরাপদে চলে আসতে পারে।

গাজীপুর কথা