ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের পূবাইলে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ মার্চ ২০২১

গাজীপুরের পূবাইলে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

অকটেন-ডিজেল এবং পেট্রোলে মাপে কম দেয়ার অভিযোগে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন খোকন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমানও বিএসটিআই’র পরিদর্শক নাজমুস হাসান ওই অভিযান পরিচালনা করেন।

টঙ্গী-পূবাইল মহাসড়কের কলেজগেট এলাকায় ওই ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমান জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথ অভিযানে ফিলিং স্টেশনটিতে অভিনব পদ্ধতিতে জ্বালানী তেল মাপে কম দেয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ে। পরে অভিযুক্ত খোকন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।

গাজীপুর কথা