ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালীগঞ্জে ৪৯তম সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১৬:০৫, ৭ নভেম্বর ২০২০

গাজীপুরের কালীগঞ্জে ৪৯তম সমবায় দিবস পালিত

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৪৯তম সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ও সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সমবায়ে সমিতিতে বিশেষ অবদান রাখার জন্য স্থানীয় ৬টি সংগঠনের প্রধানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যরা।

গাজীপুর কথা