ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত

প্রকাশিত: ১৫:৪০, ২৯ নভেম্বর ২০২০

গাজীপুরে বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত

গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে সন্ত্রাসী জেএমবি কর্তৃক আত্মঘাতী বোমা হামলার ১৫তম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

এসব কর্মসূচির মধ্যে ছিল কালোব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আ. ছোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমতউল্লাহ খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, গাজীপুরের জিপি আমজাদ হোসেন বাবুল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, মো. সুলতান উদ্দিন, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, ড. মো. শহিদুজ্জামান ও সুদিপ কুমার চক্রবর্তী প্রমুখ। 

এর আগে সকালে গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম, স্থানীয় আইন কর্ম কমিশন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পৃথকভাবে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 

উল্লেখ্য, ২০০৫ সালের এ দিনে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।

গাজীপুর কথা

আরো পড়ুন