ঢাকা,  বৃহস্পতিবার  ০৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ভালুকা পৌর ছাত্রলীগ

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ মে ২০২০

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ভালুকা পৌর ছাত্রলীগ

বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই আহ্বানে সাড়া দিয়ে ভালুকা পৌর ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইফতেখার জাহান রনির নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। ধান মারাই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়।  
 
ইফতেখার জাহান রনি বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর।

ধান কাটার সময় আরও ছিলেন পৗর ছাত্রলী নেতা, আসিব, হুমায়ন, তানভীর, পারভেজ, প্রান্ত সালমান সহ আরও অনেকে। এর আগেও ইফতেখার জাহান রনি এান দিয়েছেন ১০০ টি অসহায় পরিবারকে, মাস্ক বিতরন সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন।

গাজীপুর কথা

আরো পড়ুন