ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪২, ১৫ ডিসেম্বর ২০২০

কাপাসিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক স্তরের সরকারি ও বেসরকারি ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে ‘গুণগত শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ও কাপাসিয়া সেন্ট্রাল কলেজের তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সোলায়মান সরকার।

সভায় বক্তারা গুণগত শিক্ষা নিশ্চিতে দেশের শিক্ষা ব্যবস্থার সব স্তরে কারিগরি শিক্ষা ট্রেড বাধ্যতামূলক করার দাবি জানান।

চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার সবুজের পরিচালনায় সভায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ শিক্ষানুরাগী ব্যক্তিরা অংশ নেন।

আলোচনায় স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে গুণগত শিক্ষা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

গাজীপুর কথা