ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ধানক্ষেতে সবুজ ধান এখন সাদা চোচা

প্রকাশিত: ১৬:২৯, ১১ এপ্রিল ২০২১

কাপাসিয়ায় ধানক্ষেতে সবুজ ধান এখন সাদা চোচা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শত শত একর জমিতে ধানক্ষেতের সবুজ রংয়ের ধানের শীষ সাদা চোচা হয়ে বের হতে দেখা গেছে। শনিবার উপজেলার লোহাদী, বারিষবা ও বেলাশী গ্রামের কৃষকেরা জানান, সবুজ ধান সাদা হওয়ার সমস্যা বাড়ছেই।

উপজেলার জলপাইতলা এলাকার (পাথারের নিচু জমি) মোস্তফা, মোছলেহ উদ্দিন ও মজিবুর রহমান জানান, বিঘার বিঘার জমিতে ধানক্ষেতে সবুজ ধান এখন সাদা চোচা। ধানের ভিতরে চাল নেই। এমন কাণ্ড আর কখনো দেখিনি। এছাড়া কদিন যাবত প্রতিদিন সকাল সন্ধ্যা বিদ্যুৎ থাকছে না। জমিতে পানি দিতে অসুবিধা হচ্ছে।

পার্শ্ববর্তী বেলাশী গ্রামের কৃষক বাতেন মিয়া, কৃষক হিরণ মিয়া, কৃষক ফজর আলী জানান, জমিতে গিয়ে আর লাভ নাই। এক মুষ্টি ধান উঠাতে পারবো না। সব শেষ। গত সপ্তাহে দেখলাম ঝড় হইছে পরের দিন ক্ষেতে গিয়ে দেখি ধান গাছ সবুজ শীষ সাদা আর সাদা। আমরা আশ্চর্য হই আমাদের সব ধান নষ্ট হয়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাপাসিয়ায় কর্মরত এক লাইনম্যান জানিয়েছেন, লাইন বন্ধ রেখে বিদ্যুতের তার চেইন্জ, লাইনের উন্নয়নসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। আরও কয়েকদিন সময় লাগবে। রমযানে কাজ হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।

কৃষি উপ-সহকারী অফিসার আলতাফ হোসেন জানান, আমি অনেকগুলো জমি পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে গরম বাতাসে এমন অবস্থা হয়েছে।

তিনি আরও বলেন, ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রা হলে ধান সাদা বা এধরনের সমস্যা হতে পারে।

উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বশাক বলেন, এটা প্রাকৃতিক সমস্যা। কয়েকদিন প্রচণ্ড গরম ছিল। ঝড়ের সাথে গরম বাতাসে ধান চোচা তিতা হয়ে গেছে।

তিনি বলেন, এখন ক্ষেতে প্রচুর পানি রাখলে একই সাথে কুইক পটাশ দিলে সমস্যা সমাধান হতে পারে।

গাজীপুর কথা