ঢাকা,  বৃহস্পতিবার  ০৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম ‘পাংথুমাই’

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ জুলাই ২০২১

বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম ‘পাংথুমাই’

বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামের নাম পানতুমাই বা পাংথুমাই। পানতুমাই যেন প্রকৃতির এক অপরুপ লীলাভুমি।সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত পানতুমাই ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম।
মেঘালয়ের পাহাড় থেকে আসা ঝরনারাশি কুলকুল করে বয়ে চলছে পাশ দিয়ে। স্থানীয় ভাষায় এর নাম ফাটাছড়ি ঝরনা।কেউ কেউ বড়হিল ঝরনা বলে। পাশেই রয়েছে বি এস এফ ঘাটি। তাই ঝরনার কাছে যাওয়া যায়না।
তবে পিয়াইন নদীর কাছে দাঁড়িয়ে এর সৌন্দয অনুধাবন করা যায়। এখানে বিজিবির কোন চৌকি নেই। তাই বেশি কাছে না যাওয়া ভাল।দুই পাশে বড়ই গাছের সাড়ি দিয়ে সীমান্ত ভাগ করা।
সিলেট আম্বরখানা থেকে সি এন জি করে গোয়াইন ঘাট যেতে হবে। ভাড়া ৪০০-৫০০ টাকা। তারপর গোয়াইন ঘাট থেকে আবার সি এন জি যোগে যেতে হবে পশ্চিম জাফলং এর পানতুমাই গ্রামে।ভাড়া ১৫০-২০০।তবে পানতুমাই গ্রাম এ থাকা খাওয়ার তেমন হোটেল নেই।কেউ রাত এ থাকতে চাইলে স্থানীয়দের সহায়তায় থাকতে পারেন।
ছুটিতে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসুন প্রকৃতির অপরুপ লীলাভুমি পানতুমাই থেকে।

গাজীপুর কথা

আরো পড়ুন