ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফিফায় জিততে পারলেন না কিরণ

প্রকাশিত: ২২:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

ফিফায় জিততে পারলেন না কিরণ

মাহফুজা আক্তার কিরণ

ফিফার কাউন্সিল মেম্বার হতে পারলেন না বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। তৃতীয় মেয়াদের সুযোগটা হাত ছাড়া হলো বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের চেয়ারম্যানের।

বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কংগ্রেসে এএফসি থেকে ফিফা কাউন্সিল প্রতিনিধি নির্বাচন হয়। 

সেখানে লাওসের কানিয়া কিওমানির কাছে ৩৬-৭ ভোটে হেরেছেন কিরণ। তিনি এর আগে টানা দুইবার ফিফা কাউন্সিল মেম্বার হয়েছিলেন। ২০১৭ সাল থেকে ফিফার কাউন্সিল মেম্বার ছিলেন তিনি।

ফিফা কাউন্সিলর হওয়ার ভোটে হারলেও এএফসি কার্যনিবাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ। 

এএফসির পাঁচটি অঞ্চলের মধ্যে মাহফুজা সাউথ জোন থেকে নির্বাচিত হয়েছেন। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ কমিটিতে এটি তার তৃতীয় মেয়াদ।

মাহফুজা বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান। তার নেতৃত্বেই দেশের নারী ফুটবল একের পর এক সাফল্য পাচ্ছে। সর্বশেষ গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতে।