ঢাকা,  রোববার  ১৬ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ম্যাচ হারের পর শান্তর সেই অজুহাতের জবাব দিল বিসিবি

প্রকাশিত: ২৩:৪৩, ২২ মে ২০২৪

ম্যাচ হারের পর শান্তর সেই অজুহাতের জবাব দিল বিসিবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ভালো উইকেটে খেলতে না পারার কথা। ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।' 

অবশ্য শান্তর এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়। প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠে ছিল হতাশা। এরপরেই দুর্জয় জানালেন, এমন অজুহাত মেনে নেয়ার মতোন নয়। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে আজ বুধবার মিরপুরে দুর্জয় বলেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।’ 

জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাবেক অধিনায়ক দুর্জয়ের, ‘জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে।'