ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ জন হাসপাতালে

প্রকাশিত: ২৩:৫০, ২৪ এপ্রিল ২০২৪

গাজীপুরে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ জন হাসপাতালে

ফাইল ছবি

প্রচণ্ড গরম ও দাবদাহে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ জন উপজেলা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসক। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলা সদরে ২১ জন, কালিয়াকৈর উপজেলায় ১৫, কালিগঞ্জে আটজন, কাপাসিয়ায় ১০ জন এবং শ্রীপুর উপজেলায় নয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান গাজীপুর সিভিল সার্জন কর্মকর্তা মাহমুদা আখতার। 

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. আমান উল্লাহ জানান, ১৫ এপ্রিল ৪১ জন, ১৬ এপ্রিল ৪৯, ১৭ এপ্রিল ৫৭, ১৮ এপ্রিল ৬৩, ১৯ এপ্রিল ৪৬, ২০ এপ্রিল ৪৬, ২১ এপ্রিল ৪৭, ২২ এপ্রিল ৪৮ এবং ২৩ এপ্রিল ৬৩ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

তিনি বলেন, প্রচণ্ড তাপ ও গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য কর্মীদের সচেতনতা সৃষ্টির জন্য নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের জোগান রয়েছে।