ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশ থেকে দ্বিগুণ ইন্টারনেট ব্যান্ডউইডথ নেবে ভারত

প্রকাশিত: ০৪:১৪, ১১ জানুয়ারি ২০২২

বাংলাদেশ থেকে দ্বিগুণ ইন্টারনেট ব্যান্ডউইডথ নেবে ভারত

বাংলাদেশ থেকে ভারতে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইডথ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে কক্সবাজার থেকে ভারতে এই বাড়তি ইন্টারনেট ব্যান্ডউইথ যাবে। ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘দুই-তিন মাস আগে আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০ জিবিপিএসের একটি ফাইবার সংযোগ নিয়েছিলাম। এই ব্যান্ডউইথ আরও বাড়ানোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উত্তর-পূর্ব ভারতের পুরো অঞ্চল বিশেষ করে মনিপুর রাজ্য যেন উচ্চগতির ইন্টারনেট পেতে পারে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন,‘পরীক্ষামূলক ওই সংযোগের ফলাফলের ওপর ভিত্তি করে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা ব্যান্ডউইথ দ্বিগুণ করব। এর পর পরবর্তী ফলাফল দেখে ব্যান্ডউইথ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

গাজীপুর কথা