ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশিত: ১৯:২৯, ২৪ এপ্রিল ২০২৪

গাজীপুরে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন

সংগৃহিত ছবি

বন বিভাগের বন্য প্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন জানান, মৃত হাতিটির বয়স ৫ থেকে ৬ বছর হবে। 

এটি ছিল পুরুষ হাতি। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল পার্কের পাশে ঘটনাস্থলেই হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম হায়দার ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটিরিনারি সার্জন ডা: মোঃ মোস্তাফিজুর রহমান যৌথভাবে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্তের পর পাশেই গজারি বনের ভেতর মাটি চাপা দেয়া হয়েছে।

লিভার ডিসফাংশন'র কারণে হাতিটি মারা গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটিরিনারি সার্জন মোঃ মোস্তাফিজুর রহমান। পোস্টমর্টেমের সময় লিভার, ফুসফুস ও পেরিটোনিয়াম নষ্ট পাওয়া গেছে।